সুনামগঞ্জে ঈদে নতুন জামা পেল ৫০০ হতদরিদ্র শিশু 

সুনামগঞ্জে ঈদে নতুন জামা পেল ৫০০ হতদরিদ্র শিশু 

সুনামগঞ্জের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের অন্যতম সংগঠক মরহুম হোসেন বখ্ত এর নামে গড়ে তোলা ‘ হোসেন বখ্ত ফাউন্ডেশন’ এর উদ্যোগে ৫০০ শিশুকে ঈদ উপহার হিসেবে ঈদের নতুন জামা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে)  দুপুরে সুনামগঞ্জ শহরের 
বিভিন্ন এলাকার শিশুদের হাতে নতুন জামা তোলে দেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ ও  ‘হোসেন বখ্ত ফাউন্ডেশন’ এর সদস্য ও হোসেন বখ্তের ছেলে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত।

নতুন জামা বিতরণ কালে সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, আজকে সত্যি খুব ভালো লাগছে ঈদ উদযাপনের জন্য ৫০০ শিশুকে মরহুম হোসেন বখ্ত এর নামে গড়ে তোলা ‘ হোসেন বখ্ত ফাউন্ডেশন’ র পক্ষ থেকে নতুন জামা দেওয়া হচ্ছে তাদের ঐ উদ্যেগকে আমি সাধুবাদ জানাই। এবং সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

সুনামগঞ্জ  পৌরসভার মেয়র নাদের বখ্ত বলেন,’ উপার্জনশীল পরিবারের লোকজন প্রতিটি উৎসবে, ঈদে, আনন্দে তাদের শিশুদের নতুন জামা কিনে দেন। কিন্তু দরিদ্র লোকজন ইচ্ছে করলেও অনেক সময় সন্তানের জন্য নতুন জামা কিনতে পারেন না। তাই সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে শিশুদেরকে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় দেওয়া হয়েছে।’